করিমগঞ্জ (অসম), ২১ নভেম্বর (হি.স.) : আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলাভিত্তিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হল করিমগঞ্জ কলেজে। সম্প্রতি অনুষ্ঠিত অনুষ্ঠানে জুনিয়র বিভাগে প্রথম হয়েছে বদরপুর বিদ্যামন্দির হাইস্কুলের ছাত্রী তানিয়া আফরুজা, দ্বিতীয় হয়েছে রোনাল্ডস মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র পার্থিব দাস, তৃতীয় হয়েছে লিটিল অ্যাঞ্জেলস স্কুল করিমগঞ্জের স্বাস্তক ঘোষ, চতুর্থ হয়েছে ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র করোন পাল, পঞ্চম (রিজার্ভ) হয়েছে বিবেকানন্দ কেন্দ্ৰ বিদ্যালয় বদরপুরঘাটের ছাত্রী স্মরণিকা ভট্টাচাৰ্য।
সিনিয়র বিভাগে প্রথম হয়েছে মহর্ষী বিদ্যামন্দির স্কুলের ছাত্র দ্বীপ্পায়ন রায়, দ্বিতীয় হয়েছে রামকৃষ্ণনগর জিসি পাল মেমোরিয়াল অ্যাকাডেমির ছাত্র দিলসাদ আহমেদ তালুকদার, তৃতীয় হয়েছে বিকমচাঁদ বালিকা বিদ্যানিকেতন স্কুলের ছাত্রী প্রিয়াংকা রায়, চতুর্থ হয়েছে বদরপুর বিবেকানন্দ কেন্দ্ৰীয় বিদ্যালয় ছাত্রী পাৰ্চিতা রায় এবং পঞ্চম স্হান দখল করতে সক্ষম হয়েছে করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্সের ছাত্র অভিষেক দেব।
ওই দিন জেলাভিত্তিক প্রতিযোগিতায় জেলার সাতটি ব্লকের ৩১টি স্কুল ও কলেজের ২৭৪ জন ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্ৰহণ করেন। এদিন আমন্ত্ৰিত অতিথিদের মধ্যে ছিলেন দৈনিক নববার্তা প্রসঙ্গ-এর সম্পাদক হবিবুর রহমান চৌধুরি।
তিনি তাঁর বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বলেন, আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র কর্তৃক বিভিন্ন স্তরের প্রতিযোগিতা আয়োজন করায়, বিশেষ করে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের স্কুল-কলেজের পড়ুয়াদের উৎসাহ বাড়ছে। বিজ্ঞানের উপকার ও অপকার নিয়ে আলোচনা করেন হবিবুর রহমান।
এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেছেন করিমগঞ্জ কলেজের পরিচালন সমিতির সভাপতি মৃণালকান্তি দত্ত, প্রাক্তন উপাধ্যক্ষ ড. বিজনকুমার দত্ত, অন্যান্য আমন্ত্রিতবর্গ, করিমগঞ্জ কলেজের প্রফেসারগণ এবং জেলার বিভিন্ন ব্লকের কো-অর্ডিনেটররা। বিচারকের দায়িত্বে ছিলেন সুমিত্ৰা সোম, সৌরভ সেন, রাজদীপ শর্মা, নবজিৎ রায় ও শ্যামলপ্রসাদ চৌধুরী।
সব বক্তা আশা ব্যক্ত করে বলেন, রাজ্য স্তরের প্রতিযোগিতায় করিমগঞ্জের পড়ুয়ারা ভালো ফল করবে বলে তাঁরা আশাবাদী। প্রতিযোগিতার শেষে জেলার ছাত্রছাত্রীদের বৃহত্তর সুবিধার জন্য এই মেগা ইভেন্টের দুর্দান্ত সাফল্যের জন্য সকলের সমর্থন এবং সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন করিমগঞ্জ জেলার এনসিএসসি এবং ডিওসি-র সভাপতি তথা করিমগঞ্জ কলেজের বোটানি বিভাগের অধ্যাপক পার্থসারথী দাস।