অখিল গিরির কু-মন্তব্যের প্রতিবাদে কলেজ স্কোয়ারে বিজেপি মহিলা মোর্চার মিছিল

কলকাতা, ২১ নভেম্বর (হি. স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির কু-মন্তব্যের প্রতিবাদে সোমবার কলেজ স্কোয়ারে বিজেপি মহিলা মোর্চার মিছিল বার হয়। ছিল পুলিশি নিরাপত্তা। বিজেপির এই মিছিলে হাঁটার জন্য আমন্ত্রিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। বিজেপির মহিলা মোর্চার মিছিলের গন্তব্য ছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত । সেখানে পথসভা করবে বিজেপি নেতৃত্ব। এদিন এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

রাষ্ট্রপতি অবমাননা ইস্যুতে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ হয়। মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ নিয়ে বিধানসভায় আলোচনা করার দাবি বিরোধী দলের। বিজেপির সংসদীয় কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভ দেখায় বিজেপি। বিধানসভার অধিবেশন শেষ হতেই বেরিয়ে এসে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীরা।
প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে নিয়েও বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?’ এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে।অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *