শ্রদ্ধা হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাবের আজ নারকো টেস্ট

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.) : শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলায় অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার আজ সোমবার নারকো অ্যানালিসিস টেস্ট হবে।

সূত্রের খবরে জানা গিয়েছে, আফতাব পুনাওয়ালা নারকো টেস্টের সময় এফএসএল টিম ছাড়াও মনোরোগ বিশেষজ্ঞ, তদন্তকারী আধিকারিক ও চিকিৎসকরা উপস্থিত থাকবেন । নারকো টেস্ট রেকর্ড করার পর তা ব্যাখ্যা করে রিপোর্ট পেশ করবেন এফএসএল-এর প্রতিনিধিরা।
নারকো অ্যানালিসিস টেস্টের আগে সতর্ক করা হয়েছে হাসপাতালের কর্মী ও স্থানীয় পুলিশকে। আফতাবকে নিয়ে আসা হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাঁর উপর হামলা চালাতে পারে আশঙ্কা করছে পুলিশ ৷ এই কারণে হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে দিল্লির সাকেত আদালত শুক্রবার পুলিশকে শ্রদ্ধা হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাবের নারকো অ্যানাসলিসিস পরীক্ষাটি পাঁচ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ৷ পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও থার্ড ডিগ্রি ব্যবহার করতে পারবে না বলেও নির্দেশে জানিয়েছে আদালত।
তদন্তকারী আধিকারিকদের পাঁচ দিনের মধ্যে অভিযুক্তের নারকো টেস্ট করার জন্য অনুমতি দিতে রোহিণী ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিজয়শ্রী রাঠোর ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *