কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) :ঐন্দ্রিলা শর্মার প্রয়াণে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ঐন্দ্রিলার ছবি-সহ শুভেন্দুবাবু টুইটারে লিখেছেন, “২৪ বছর বয়সী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শিল্প ও শিল্পীদের কখনো মৃত্যু হয় না। তিনি তাঁর অসংখ্য ভক্তের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। তাঁর লড়াইয়ের স্পিরিট সবাই মনে রাখবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা। ওম শান্তি।“
প্রসঙ্গত, ২০ দিনের লড়াই শেষ, হল না মিরাকল। দীর্ঘ লড়াইয়ে হার মানতে হল ঐন্দ্রিলাকে। গতকাল রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলার। মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন ঐন্দ্রিলা।