নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ নির্মাণ সংস্থার রড চুরি করে পালানোর সময় মালভর্তি লরি আটক৷ নির্মাণ সংস্থার শ্রমিক ও নৈশ প্রহরী সহ ধৃত চার৷ বহির্রাজ্যের একটি নির্মাণ সংস্থার রড চুরি করে পালানোর সময় মালামাল ভর্তি আসামের একটি লরি আটক করা হয়েছে৷ সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার শ্রমিক ও নৈশ প্রহরী সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে লরির চালকও রয়েছে৷ পুলিশ একটি চুরির মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ রবিবার ধৃতদের আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রের খবর৷ খোয়াইয়ের পরিত্যক্ত বিমানবন্দরে সম্প্রতি চারদিকের পাকা বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে৷ বহির্রাজ্যের একটি নির্মাণ সংস্থা এই কাজের বরাত পেয়েছে৷ শনিবার ভোরে খোয়াই থানাধীন সিংগিছড়া এলাকার কয়েকজন প্রাতঃভ্রমণকারী দেখতে পান যে, বেপরোয়া গতিতে একটি লরি খোয়াই-কমলপুর সড়ক ধরে ছুটছে৷ সন্দেহ হওয়ায় প্রাতঃভ্রমণকারীরা লরিটিকে আটকায়৷ দেখা যায় যে, গাড়ির ভেতরে বেশ কিছু পরিমাণ লোহার রড রয়েছে৷ লোকজনেরা এ বিষয়ে জিজ্ঞাসা করলে গাড়ির ভেতরে থাকা লোকেরা অসংলগ্ণ কথাবার্তা বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশকে খবর দেওয়া হয়৷ খোয়াই থানার এস আই প্রীতম দত্ত পুলিশ নিয়ে সিংগিছড়ার চেরমা এলাকায় গিয়ে লরিটিকে থানায় নিয়ে আসেন৷জিজ্ঞাসাবাদে জানা যায় যে, খোয়াই বিমানবন্দরের চারদিকের পাকা বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য মজুত করা রড এগুলো৷গাড়ির লোকজন স্বীকার করে ওরা দশ কুইন্টাল রড চুরি করে নিয়ে পালাচ্ছিল৷ গাড়িটি আসামের৷ লরিটি দিয়ে তারা রড চুরি করে পালাচ্ছে বলে স্বীকার করে৷ দশ কুইন্টাল রড উদ্ধার করে৷ গাড়ির চালক করিমগঞ্জের সহিদ হোসেন ছাড়াও গাড়ির ভেতরে থাকা তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ এরা হলো নির্মাণ সংস্থার ব্যারাকের নৈশ প্রহরী খোয়াই গণকীর সুনীল সরকার ও নির্মাণ সংস্থার দুই শ্রমিক করিমগঞ্জের শহীদুল আহমেদ ও মোহাম্মদ আলিমুদ্দিন৷ পুলিশ ধৃতদের বিরুদ্ধে একটি চুরির মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ রবিবার ধৃতদেরকে আদালতে তোলা হয় বলে পুলিশ জানায়৷ নির্মাণ সংস্থার নৈশ প্রহরী সুনীল সরকারই রড চুরিকান্ডের আসল চাঁই বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে৷
2022-11-20

