লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী : হাফলঙে বৃক্ষরোপণ ও রক্তদান জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসনের

হাফলং (অসম), ২০ নভেম্বর (হি.স.) : আগামী ২৪ নভেম্বর মহাবীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সমগ্র রাজ্য জুড়ে অসম সরকার বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। তার আগেই গত ১৮ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপন।

ডিমা হাসাও জেলায় গত ১৮ নভেম্বর থেকে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপন করছে জেলার সাধারণ ও পুলিশ প্রশাসন। আজ রবিবার লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ডিমা হাসাও পুলিশ রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন হাফলং সিভিল হাসপাতালে রক্তদান করেন ডিমা হাসাওয়ের পুলিশ সুপার সহ বিভিন্ন স্তরের আধিকারিক থেকে শুরু করে পুলিশ জওয়ানরা।

এদিন প্রথমে ডিমা হাসাও জেলার পুলিশ সুপার ময়ঙ্ক কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার অনলজ্যোতি দাস নিজে রক্তদান করে শিবিরের সূচনা করেন। রক্তদান শিবিরের আগে হাফলঙে পুলিশ রিজার্ভে বৃক্ষ রোপণ করার পাশাপাশি হাফলং বাজারে সাফাই অভিযান অংশ নেয়। তাছাড়া হাফলং সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে ডিমা হাসাও পুলিশ।

এদিকে লাচিত বরফুকনের জন্মজয়ন্তীর সঙ্গে সংগতি রেখে ডিমা হাসাও জেলা প্রশাসনর পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হয়। রবিবার সকালে হাফলঙে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কার্যসূচির সূচনা করেন জেলা শাসক নাজরিন আহমেদ। তাছাড়া রবিবার জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে বৃক্ষ রোপণ ও সাফাই অভিযান চালানো হয় কৃষি ভবন প্রাঙ্গণে।

আগামীকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবহণ বিভাগের উদ্যোগে হাফলং শহরে সাফাই অভিযান চালানো হবে লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে।