করিমগঞ্জের বাজা‌রিছড়ায় দুটি হাতে তৈরি বন্দুক সহ গ্রেফতার এক

বাজা‌রিছড়া (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন ছাগলমোহা গ্রা‌মের জনৈক ব্যরক্তির বা‌ড়ি থেকে দুটি হাতে তৈরি বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে বছর ৩০-এর জনৈক কমরুল আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার বাজারিছড়া থানার সাবইনস্পেক্টর ধনস্বরাজ বসুমতা‌রি জানান, গতকাল শুক্রবার গ‌ভীর রাতে পুলিশের দল নিয়ে উজান ছাগলমোহা গ্রামে অভিযান চালিয়ে এক ব্যিক্তির বা‌ড়ি থে‌কে এক জোড়া হস্তনির্মিত বন্দুক বাজেয়াপ্ত ক‌রেছেন। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে কমরুল আহমেদ নামের যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তিনি জানান, কমরুলের না‌মে থানায় একা‌ধিক মামলা নথিভুক্ত র‌য়ে‌ছে।

পু‌লি‌শের সাবইনস্পেক্টর বসুমতা‌রি জানান, পু‌লি‌শি অভিযা‌নের আগাম খবর পে‌য়ে অভিযুক্ত যুবক‌টি নিজের বা‌ড়ি থে‌কে পা‌লি‌য়ে লা‌গোয়া তার কাকার বাড়িতে আত্ম‌গোপন ক‌রে‌ছিল। প‌রে তা‌কে তার কাকার বা‌ড়ি থে‌কে গ্রেফতার করা হয়। তিনি জানান, তার কাকার বা‌ড়ির বিছানার সম্মুখভাগ থেকে দুটি হা‌তে তৈরি বন্দুক তাঁরা বাজেয়াপ্ত করেছেন।

আজ শ‌নিবার ধৃত‌কে করিমগঞ্জের বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করে তিন তি‌নের হেফাজতে নেওয়া হ‌য়ে‌ছে। মামলার তদন্তকারী অফিসার হিসেবে র‌য়ে‌ছেন পু‌লি‌শের আরেক সাবইনস্পেক্টর নিরঞ্জন দাস।