ভারত ছেড়ে ইংল্যান্ডে যাত্রা সিধু মুসেওয়ালার বাবা-মা-র

চণ্ডীগড়, ১৮ নভেম্বর (হি.স.) : পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার বাবা-মা শুক্রবার ভারত ছাড়লেন। চণ্ডীগড় বিমানবন্দর থেকে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মুসেওয়ালার বাবা-মা কবে ফিরবেন সে বিষয়ে কোনও কথা নেই।

পুলিশের পদক্ষেপে অসন্তুষ্ট হয়ে সিধু মুসেওয়ালার বাবা কয়েকদিন আগে দেশ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। মুসেওয়ালার বাবার এই পদক্ষেপ নিয়ে ফের বিতর্কের মুখে পড়েছে পঞ্জাব পুলিশের।
গত ২৯ মে সিধু মুসেওয়ালাকে মানসার একটি গ্রামে গুলি করে হত্যা করা হয়। মুসেওয়ালার হত্যার দায়ভার নিয়েছিলেন কারাগারে থাকা লরেন্স বিষ্ণোই এবং কানাডায় বসে থাকা গোল্ডি ব্রার। এই মামলায় পুলিশ ২৫ জনের বেশি গ্রেফতার করেছে। বিদেশে বসে থাকা গোল্ডি ব্রারকে পঞ্জাবে আনার প্রস্তুতিও চলছে।

সিধু মুসেওয়ালার বাবা বলকাউর সিং এবং মা চরণ কৌর ছেলের বিচার পাওয়ার কথা বলছেন। দুই মাস আগে গ্যাংস্টার টিনু পুলিশ হেফাজত থেকে পালানোর পরে বলকাউর সিং বলেন যে তার বিচারের আশা ভেঙে যাচ্ছে। এর পরে বলকৌর সিংও ঘোষণা করেন, তিনি সরকারকে এক মাসের সময় দেবেন। অন্যথায় ছেলের অভিযোগ প্রত্যাহার করে বিদেশে চলে যাবে।
শুক্রবার সকালে স্ত্রীসহ চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলকাউর সিং। এখানে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি যুক্তরাজ্যে চলে যান।