শ্রীনগর, ১৮ নভেম্বর (হি.স.): সপ্তাহান্তে জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করল স্থানীয় আবহাওয়া দফতর। বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে দিনের তাপমাত্রা আরও কমতে পারে ভূস্বর্গে। শুক্রবার জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমস্ত জায়গায় তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে রেকর্ড করা হয়েছে। পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, গুলমার্গে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৪ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে সপ্তাহান্তে কাশ্মীরে আবারও বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর।
কাশ্মীরের প্রবেশদ্বার শহর কাজিগুন্দে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস। প্রবল ঠান্ডায় কাঁপছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে অনেক আগে থেকেই। কাশ্মীরে প্রকৃতি অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠছে। শীতে জবুথবু কার্গিল ও দ্রাস। দ্রাসে তাপমাত্রা নেমে মাইনাস ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কার্গিলে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.১ ডিগ্রি সেলসিয়াস, লেহ-তে মাইনাস ১০.১ ডিগ্রি সেলসিয়াস।