ইতিহাস রচনা করল ইসরো; সফলভাবে সম্পন্ন মিশন প্রারম্ভ, প্রথম বেসরকারি রকেট উৎক্ষেপণ

শ্রীহরিকোটা, ১৮ নভেম্বর (হি.স.): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে প্রথম বেসরকারি রকেট উৎক্ষেপণ করে ইতিহাস রচনা করল। ভারতের প্রথম প্রাইভেট রকেট বিক্রম-এস, বিক্রম সারাভাইয়ের নামানুসারে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। রকেটটি তৈরি করেছে ‘স্কাইরুট অ্যারোস্পেস’। বিক্রম-সাব অরবিটাল রকেট উৎক্ষেপণের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন কেন্দ্রীয় মহাকাশ মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।

ইসরো জানিয়েছে, মিশন প্রারম্ভ সফলভাবে সম্পন্ন হয়েছে। অভিনন্দন স্কাইরুট, অভিনন্দন ভারত! বেসরকারী সংস্থা এবং স্টার্টআপ, স্কাইরুট অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড এই রকেট তৈরি করেছে। এটি প্রায় ৫৫০ কিলোগ্রাম ভর-সহ একটি একক পর্যায়ের স্পিন স্থিতিশীল কঠিন প্রপেলান্ট রকেট। রকেটটি সর্বোচ্চ ১০১ কিলোমিটার উচ্চতায় গিয়ে সমুদ্রে পড়বে। উৎক্ষেপণের সামগ্রিক সময়কাল ছিল ৩০০ সেকেন্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *