এনসি-র প্রেসিডেন্ট পদে থাকতে ইচ্ছুক নন ফারুক, জানালেন নতুন প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় এসেছে

শ্রীনগর, ১৮ নভেম্বর (হি.স.): ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর প্রেসিডেন্ট পদে আর থাকতে চান না জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। জানালেন, এবার নতুন প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। প্রবীণ রাজনীতিবিদ এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ শুক্রবার ন্যাশনাল কনফারেন্সের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন এবং বলেছেন, নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে।

ফারুক আব্দুল্লাহ এদিন বলেছেন, “আমি আর সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করব না। এই পদের জন্য নির্বাচন ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় এসেছে।” তিনি আরও বলেছেন, “দলের যে কেউ এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *