কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় আদালত ১ ডিসেম্বর সশরীরে শুভেন্দুবাবুকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন।
মানহানির মামলায় অমিতবাবুর অভিযোগ, গত ২০ জুন তাঁর নামে শুভেন্দুবাবু প্রচারমাধ্যমের কাছে তাঁর নামে বলেছেন যে তিনি এক হাজার কোটিয়টাকার মালিক। অসৎ উপায়ে এই টাকা করেছেন। এটা মিথ্যে, ভিত্তিহীন এবং অসত্য একটি অবিযোগ। এর জেরে তাঁর সম্মানহানি হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর ভাই হলেও রাজনীতির সঙ্গে জড়িত নন। এর পর ক্ষমা চাওয়ার দাবি করে আইনজীবী মারফৎ নোটিশ পাঠানো হয়েছিল শুভেন্দুবাবুকে। কিন্তু শুভেন্দুবাবু সেই নোটিশ উপেক্ষা করেছেন।
এদিকে, পঞ্চায়েত ভোটের আগে রাজ্য রাজনীতির তরজার কেন্দ্রবিন্দুতে কয়লা পাচারকাণ্ড। কয়লা পাচার নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, কয়লা পাচারের হাজার কোটি টাকা গেছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কাছে। কিন্তু, কোনও নাম নিলেন না শুভেন্দু। কার সম্পর্কে বলছেন, তাও খোলসা করলেন না। শুধুমাত্র ইঙ্গিত দিলেন!
শুক্রবারই শুভেন্দু অধিকারী দাবি করেন, কয়লা পাচার কাণ্ড আদতে একটি চক্র। দুর্নীতির মোট অঙ্ক ২ হাজার ৪০০ কোটি টাকা। গুরুপদ মাঝির নাম চার্জশিটে উল্লেখ আছে। তার মধ্যে ১ হাজার কোটি টাকা রাজ্যের প্রভাবশালী এক রাজনীতিকের কাছে গিয়েছে। ওই ব্যক্তির কোনও নাম উল্লেখ করেননি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তবে তাঁর দাবি, ওই প্রভাবশালী ব্যক্তি রাজ্য প্রশাসনের অন্যতম নিয়ন্ত্রক। সুপ্রিম কোর্টে বিচারাধীন এই পাচার মামলার সঙ্গে কার যোগসাজশের কথা উল্লেখ করতে চাইলেন শুভেন্দু, তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা।