নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): আসন্ন সংসদীয় এবং প্রাদেশিক আইনসভার নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসাবে নেপাল সরকার ভারতের মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারকে আমন্ত্রণ জানিয়েছে। চলতি মাসের ২০ তারিখ ২৭৫ আসনের সংসদ এবং সাতটি প্রাদেশিক আইনসভার ৫৫০টি আসনে নির্বাচন হবে নেপালে, সেই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ভারতের মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারকে আমন্ত্রণ জানিয়েছে নেপালের নির্বাচন কমিশন।
আগামী ২০ নভেম্বর ২৭৫ আসনের সংসদ এবং সাতটি প্রাদেশিক আইনসভার ৫৫০টি আসনে নির্বাচন হবে নেপালে। আসন্ন সেই নির্বাচনেই আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রিত ভারতের মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। ১৮-২২ নভেম্বর আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কাঠমান্ডু ও সংলগ্ন অঞ্চল পরিদর্শন করবেন রাজীব কুমার।