টিকায় ছাড়পত্র নিয়ে মিডিয়া রিপোর্ট খারিজ করল সরকার, স্বাস্থ্যমন্ত্রক জানাল বিভ্রান্তিকর

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): রাজনৈতিক চাপেই নিয়ামক সংস্থা, কোভিড টিকা-কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেয় বলে সংবাদ মাধ্যমের একাংশের প্রকাশিত রিপোর্ট সরকার খারিজ করে দিয়েছে। ওই খবরে দাবী করা হয়, কোভ্যাক্সিনের প্রস্তুতকারক সংস্থা- ভারত বায়োটেককে, রাজনৈতিক চাপের দরুণ ক্লিনিক্যাল ট্রায়াল ত্বরান্বিত করার জন্য, কিছু প্রক্রিয়া বাদ দিতে হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই খবর সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছে, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জরুরী ব্যবহারের অনুমোদনের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনগুলি অনুমোদনের ক্ষেত্রে একটি বৈজ্ঞানিক পদ্ধতি এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করেছে। এতে বলা হয়েছে, জরুরী পরিস্থিতিতে সীমিত ব্যবহারের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন শুধুমাত্র সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন-এর বিষয়, বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে জাতীয় নিয়ন্ত্রক দ্বারা দেওয়া হয়েছিল।