নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ বুধবার রাজধানীর অফিসলেনস্থিত অদ্বৈত অতিথিশালার সামনে তপসিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মনের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়৷ আবরণ উন্মোচন করেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রেবতী মোহন দাস৷ ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মনের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করার পর বিধায়ক রেবতী মোহন দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মনের জীবনী তুলে ধরেন৷
2022-11-16

