মণিপুরে মুখ্যমন্ত্রী বীরেন সিঙের হাতে অস্ত্ৰ সংবরণ করে মূল স্রোতে ৩১ জন সশস্ত্র জঙ্গির

অন্যান্য জঙ্গিদেরও জঙ্গল থেকে বেরিয়ে মূল স্রোতে প্রত্যাবর্তনের আবেদন মুখ্যমন্ত্রীর

ইমফল১৬ নভেম্বর (হি.স.) : মণিপুরে মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিঙের হাতে অস্ত্ৰ সংবরণ করে মূল স্রোতে প্ৰত্যাবৰ্তন করেছে বিভিন্ন জঙ্গি সংগঠনের ৩১ জন সক্রিয় সশস্ত্র ক্যাডার। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য জঙ্গিদেরও জঙ্গল থেকে বেরিয়ে মূল স্রোতে আসার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিং।

আজ বুধবার ইমফলের ১ নম্বর ব্যাটালিয়ন মণিপুর রাইফেলস-এর ব্যাঙ্কুয়েট হল-এ অনুষ্ঠিত মূল স্রোতে প্রত্যাবর্তন অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন উপত্যকার কয়েকটি জঙ্গি সংগঠনের ৩১ জন সক্রিয় সশস্ত্র ক্যাডার মুখ্যমন্ত্রী বীরেন সিঙের হাতে তাদের অস্ত্র সংবরণ করেছে। এর মধ্যে ১৭ জন কেসিপি (পিডব্লিউজি), ৪ জন ইউএনএলএফ, ৬ জন পিআরইপিএকে (প্রিপাক), ৩ জন কেওয়াইকেএল এবং ১ জন প্রিপাক (ভিসি)-র ক্যাডার। এছাড়া যে সব আগ্নেয়াস্ত্র সংবরণ করা হয়েছে, সেগুলির মধ্যে এ-১৬ রাইফেল, একে ৫৬ রাইফেল, পয়েন্ট (.) ২২ রাইফেল, ডাবল ব্যারেল বন্দুক, ৯ এমএম পিস্তল এবং বেশ কিছু গোলাবারুদ।

সশস্ত্র জঙ্গি ক্যাডারদের মূল স্রোতে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, ক্যাডারদের এখন ভারতীয় সংবিধানে আস্থা ও বিশ্বাস ফিরে এসেছে৷ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন প্রকল্পের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালে সংশোধিত প্রকল্প বলে যারা অস্ত্রশস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন তাদের এই প্রকল্পের আওতায় এনে সুবিধাগুলি দেওয়া হবে।

তিনি বলেন, আত্মসমর্পণকারী প্রত্যেক জঙ্গি ক্যাডারকে ৪ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ব্যবস্থা রয়েছে এই প্রকল্পে। মুখ্যমন্ত্রী বীরেন আরও বলেন, আত্মসমর্পণকারীরা তিন বছর পুনর্বাসন শিবিরে থাকবেন।

আজকের জঙ্গি প্রত্যাবর্তন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অন্যান্য জঙ্গিদেরও আত্মসমর্পণ করে মূল স্রোতে আসার আবেদন জানিয়েছেন।

প্ৰসঙ্গত, এর আগে চলতি বছরের জুলাই মাসে মণিপুরের লিবারেশন টাইগারস অব ট্রাইবালস (এলটিটি)-এর ১২ জন ক্যাডার এই ব্যাঙ্কুয়েট হল-এ আয়োজিত মুল স্রেতে প্রত্যাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অস্ত্র সংবরণ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *