উত্তরপ্রদেশে স্কুলে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের

সোনভদ্র ১৬ নভেম্বর (হি. স.) : উত্তরপ্রদেশের কৌন থানা এলাকায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল অষ্টম শ্রেণির ছাত্রের। পুলিশ জানিয়েছে, মিতিহিনিয়ার বাসিন্দা ১৫ বছরের সন্দীপ কুমার গৈরবন্তী ইন্টার কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। বুধবার সকালে সন্দীপ স্কুলে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির ট্রাক্টরের চাপায় গুরুতর আহত হয়।

ঘটনার পর গ্রামবাসীরা তড়িঘড়ি করে ওই ছাত্রকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি বাজেয়াপ্ত করেছে। পলাতক ট্রাক্টরের চালক। পুলিশ সন্দীপের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।