বালি, ১৬ নভেম্বর (হি.স.) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০ দেশের শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়ার বালিতে রয়েছেন। এ সময় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে প্রথম বৈঠক করেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে দু’দিনের জি-২০ শীর্ষ সম্মেলন। এতে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী-সহ বিশ্বের ২০টি বড় অর্থনীতির দেশগুলোর নেতারা। এর মধ্যেই মোদী ও সুনাকের মধ্যে প্রথম বৈঠক হয়। ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যে এই বৈঠক নিয়ে উভয় দেশেই ব্যাপক উতসাহ ছড়িয়ে পড়ে। ভারতীয় প্রযুক্তি উদ্যোক্তা নারায়ণ মূর্তির জামাতা ঋষি সুনক সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন। মোদী ও সুনকের দীর্ঘ কথোপকথন হয়। এই সময়, সুনক বলেন, বিশ্বের উন্নয়নের জন্য ভারত প্রয়োজন। অন্যদিকে, মোদী বলেন, ভারত তার ইতিবাচক ভূমিকা পালন করবে।
জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উভয় নেতা একে অপরকে উষ্ণ আলিঙ্গন করেন। মোদী এবং বাইডেনকে অনেকক্ষণ ধরে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গেছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো মোদীকে তাঁর হোটেলে স্বাগত জানান। শীর্ষ সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও আলোচনা হয়েছে। এই সময়ে, উভয় নেতা এই বহুপাক্ষিক শীর্ষ সম্মেলনকে বৈশ্বিক নেতাদের বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের একটি চমৎকার সুযোগ বলে অভিহিত করেন। ভারতের প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও আলোচনা করেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর জোর দেন। আগামী বছরের শুরুতে ভারত সফরে আসছেন ম্যাক্রোঁ।