জনজাতিদের বিকাশই শক্তিশালী দেশ গড়ার চাবিকাঠি : কেন্দ্রীয় জাহাজ মন্ত্ৰী

আগরতলা, ১৫ নভেম্বর (হি. স.) : জনজাতিদের বিকাশই শক্তিশালী দেশ গড়ার চাবিকাঠি। দেশের জনজাতি সমাজকে সম্মান ও তাদের বিকাশের ভাবনা নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে ১৫ নভেম্বর দিনটিকে জনজাতীয় গৌরব দিবস উদযাপনের জন্য দেশব্যাপী আহ্বান জানিয়েছেন। আজ ধলাই জেলায় আমবাসার দশমীঘাটে বীর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে রাজ্যভিত্তিক জনজাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ, জলপথ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক পরিমল দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা, ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ড. সম্বিত পাত্রা, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব এল টি দার্লং, ত্রিপুরা খাদি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ধলাই জেলা পুলিশ সুপার রমেশ যাদব প্রমুখ।

আজ কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরার জনজাতিদের উন্নয়নে চারটি প্রকল্প ঘোষণা করেন। প্রকল্পগুলি হলো বিশ্ব ব্যাঙ্কের অর্থানুকুল্যে ত্রিপুরার রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, পুন বানিয়া – ক্রেডিট লিংকড বেসড ইনকাম জেনারেটিং গোটারি স্কিম, ওয়াক বানিয়া – ক্রেডিট লিংকড বেসড ইনকাম জেনারেটিং পিগারি স্কিম এবং সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস।

রাজ্যভিত্তিক জনজাতীয় দিবসের উদ্বোধকের ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেন, স্বাধীনতা লাভের পর গত ৭৫ বছরে দেশের জন্য জনজাতিদের ত্যাগ, বলিদানকে স্বীকৃতি জানানো হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ ভাবনায় জনজাতিদের উন্নয়নে আজ জনজাতীয় গৌরব দিবস দেশজুড়ে পালিত হচ্ছে।তিনি বলেন, বিরসা মুন্ডাকে সম্মান জানানো ও তার ত্যাগ, স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকাকে স্মরণ করা আমাদের দায়িত্ব, কর্তব্য। জনজাতিদের উন্নয়নে, জনজাতি সমাজের বিকাশে, তাদের সামাজিক চেতনা বৃদ্ধিতে বিরসা মুন্ডা আত্মত্যাগ করেছিলেন। সাথে তিনি যোগ করেন, ভারতমাতাকে শক্তিশালী করতে শিক্ষা, কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে জন জাতিদের অগ্রগতি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নিরন্তর কাজ করে চলেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *