নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): অবশেষে বড়সড় স্বস্তি পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। মঙ্গলবার আদালতে হাজিরা দিতে এসেই মিলল মুক্তি, অভিনেত্রীকে জামিন দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও সমপরিমাণ সিউরিটিতে জ্যাকলিন ফার্নান্ডেজকে জামিন দিয়েছে আদালত।
২০০ কোটি টাকার তহবিল তছরুপের ঘটনায় ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিনের। তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লির পটিয়ালা হাউস আদালত গত ২৬ সেপ্টেম্বর অভিনেত্রীকে অন্তর্বর্তী জামিনের অনুমতি দিয়েছিল। অন্তর্বর্তিকালীন জামিনের মেয়াদ ছিল ১৫ নভেম্বর পর্যন্ত। ফলে মঙ্গলবার আবারও তাঁকে দিল্লির পটিয়ালা হাউস আদালতে হাজিরা দিতে হয়। এদিন আদালতে হাজিরা দেওয়ার পরই অভিনেত্রীকে জামিন দিয়েছে আদালত।