গুজরাটে নর্মদায় তলিয়ে গেলেন একই পরিবারের ৫ জন, প্রাণ হারালেন সকলেই

কচ্ছ, ১৫ নভেম্বর হি.স.): গুজরাটের কচ্ছ জেলায় নর্মদার খালের জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের ৫ জনের। এক মহিলাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন সবাই। ঘটনাটি কচ্ছের মুন্দ্রা এলাকার গুন্ডালা গ্রামে। সোমবার রাতে নর্মদার খালের জলে তলিয়ে গিয়েছেন একই পরিবারের ৫ জন সদস্য। সকলেরই মৃত্যু হয়েছে।

পশ্চিম কচ্ছ থানার এসপি সৌরভ সিং জানিয়েছেন, এক মহিলা নর্মদার খাল থেকে জল তুলতে গিয়েছিলেন। কিন্তু জলে তাঁর পা পিছলে যায়। তাঁকে জলে পড়ে যেতে দেখে ওই ৫ জনও জলে নামেন। মহিলাকে জল থেকে তুলে আনার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু জলের তোড়ে সকলেই ভেসে যান।