ধার, ১৪ নভেম্বর (হি.স.) : সোমবার ভোররাতে একটি দ্রুতগামী বাইক কুক্ষী থানার অন্তর্গত আলী গ্রামের পাশে একটি নির্মাণাধীন বাড়ির দেয়ালে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাইক আরোহী চার যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানায়, আদিবাসী ফলিয়া থেকে কোন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওই চার যুবক রাতে বাইকে করে গ্রামে ফিরছিলেন। দ্রুতগামী একটি বাইক একটি নির্মাণাধীন বাড়ির দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার বাইক আরোহীর মৃত্যু হয়। গ্রামবাসীদের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্রিজেশ মালব্য জানান, ভোর সাড়ে ৩টায় আলি গ্রামের কাছে ঘটনাটি ঘটে। এতে চার যুবকের মৃত্যু হয়। মৃতদের নাম সতীশ, প্রবীণ ও মুকেশ সাল খেদা গ্রামের বাসিন্দা এবং কানেরি গ্রামের বাসিন্দা পঙ্কেশ। মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।