ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। এবারকার জাতীয় জলক্রীড়া হতে যাচ্ছে মহারাষ্ট্রে। সেখানকার পুনেতে বেলওয়াদিস্থিত শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স সুইমিং পুল-এ ৯ থেকে ১১ ডিসেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২য় বারের মতো জাতীয় ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ হবে আন্ডারওয়াটার স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে। এতে অংশ নেওয়ার জন্য ত্রিপুরা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আন্ডারওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। রাজ্য সংস্থার সভাপতি রঞ্জিত চক্রবর্তী আজ এক প্রেস বিবৃতির মাধ্যমে ত্রিপুরার খেলোয়াড়দের সিলেকশন ট্রায়ালে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন। প্রতিযোগিতা হবে বয়স ভিত্তিক আটটি পৃথক পৃথক বিভাগে। এগুলো হলো: জুনিয়র ই-গ্রুপ, বয়স ১১ ও তার নিচে, জন্ম সাল ২০১১। জুনিয়র ডি-গ্রুপ, বয়স ১২ থেকে ১৩ বছর। জন্ম সাল ২০০৯ থেকে ২০১০। জুনিয়র সি-গ্রুপ, বয়স ১৪ থেকে ১৫ বছর, জন্ম সাল ২০০৭ থেকে ২০০৮। জুনিয়র বি-গ্রুপ, বয়স ১৬ থেকে ১৭ বছর, জন্ম সাল ২০০৫ থেকে ২০০৬। সিনিয়র গ্রুপ-এ, বয়স ১৮ ও ততোর্ধ্ব, জন্মসাল ২০০৪। মাস্টার ভেটারেন ও-গ্রুপ, বয়স ২৫ থেকে ৩৪ বছর। জন্ম সাল ১৯৮৮ থেকে ১৯৯৭ এর মধ্যে। মাস্টার ভেটারেন ওয়ান-গ্রুপ, বয়স ৩৫ থেকে ৪৪ বছর। জন্ম সাল ১৯৭৮ থেকে ১৯৮৭ এর মধ্যে। মাস্টার ভেটারেন টু- গ্রুপ, ৪৫ থেকে ৫৪ বছর। জন্ম সাল ১৯৬৮ থেকে ১৯৭৭। সিলেকশন ট্রায়ালে অংশগ্রহণের জন্য জল-ক্রীড়াবিদদের ২০ নভেম্বর, বেলা দেড়টায় প্রয়োজনীয় বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড সঙ্গে জলক্রীড়ার অত্যাবশ্যকীয় উপকরণ সহ উমাকান্ত সুইমিংপুলে সানজুয়ার হোসেনের কাছে রিপোর্ট করতে আহ্বান জানানো হয়েছে। মূলতঃ এই সিলেকশন ট্রায়াল থেকেই জাতীয় আসরের জন্য রাজ্য দল বাছাই করা হবে।
2022-11-14