কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের জেল হেফাজত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবারও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের।
এদিনের শুনানিতে আদালতে জামিনের আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব। একইসঙ্গে ক্ষোভপ্রকাশ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়েও। প্রশ্ন তুলেছেন, তদন্তের অজুহাতে আর কত দিন তাঁকে জেল হেফাজতে রেখে দেওয়া হবে? এই নিয়ে দীর্ঘ সওয়াল জবাব চলে আদালতে। শেষ পর্যন্ত জামিনের আর্জি খারিজ হল।
এর আগে ৩১ অক্টোবরের শুনানিতে নিজের নানা রকম অসুস্থতার কথা তুলে ধরে জামিনের আর্জি জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এমনকি গত ১০০ দিনেও যে তাঁর বিরুদ্ধে তেমন কিছুই তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনওরকমে তথ্য পাওয়া যায়নি, সে কথাও জানিয়েছিলেন পার্থবাবু। আর পাল্টা যুক্তিতে সিবিআই প্রতি বারই আদালতে জানিয়েছে, তদন্তের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে আরও জেরার প্রয়োজন রয়েছে।
গত ৩১ অক্টোবরের ওই শুনানির শেষে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত। শনিবার সেই মেয়াদ শেষ হয়ে যায়। সেজন্য এর পর সোমবার ফের আদালতে তোলা হয় পার্থকে। কিন্তু সিবিআই আদালতের নির্দেশে এদিনও খারিজ হয়ে যায় তাঁর জামিনের আবেদন।