নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : দিল্লিতে দেশের প্রথম সমবায় বিশ্ববিদ্যালয় তৈরি হবে । কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী বি এল ভার্মা সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।
ভার্মা বলেন, একটি সমবায় বিশ্ববিদ্যালয় খোলার জন্য একটি নীতিগত চুক্তি হয়েছে। দিল্লিতে দেশের প্রথম সমবায় বিশ্ববিদ্যালয় খোলার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। দেশের প্রায় ২৯ কোটি মানুষ সমবায়ের সঙ্গে যুক্ত। এ খাতকে কার্যকর ও শক্তিশালী করতে জাতীয় সমবায় নীতির খসড়া তৈরি করা হচ্ছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভুর সভাপতিত্বে একটি জাতীয় স্তরের কমিটি গঠন করা হয়েছে।
ভার্মা আরও বলেন, কেন্দ্রীয় সরকার প্রাথমিক কৃষি ঋণ সমিতিকে শক্তিশালী করতে এবং এর পরিধি বাড়ানোর জন্য ব্যাপকভাবে কাজ করছে।

