ক্যানিংয়ে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার

ক্যানিং, ১৪ নভেম্বর (হি. স.) : এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ডাবু গড়খালি গ্রামে। রবিবার রাতে তাঞ্জিলা জমাদার(৪১) নামে AF গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় নিজের বাড়ি থেকেই। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রবিবার রাতেই। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ। কিভাবে মৃত্যু হল ওই গৃহবধূর সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির সকলেই পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাসন্তীর ফুলমালঞ্চ গ্রামের বাসিন্দা ওই গৃহবধূর বিয়ে হয় ১৮ বছর আগে। ক্যানিংয়ের গড়খালির বাসিন্দা মহিনুদ্দিন জমাদারের সাথে বিয়ে হয়। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ বিয়ের পর থেকেই মহিনুদ্দিন ও তাঁর বাড়ির সদস্যরা ক্রমাগত তাঞ্জিলার উপর অত্যাচার চালাতো। মাঝে মধ্যেই মারধর করা হয় তাঞ্জিলাকে। এদিনও তাঁরাই তাঞ্জিলাকে মারধর করে ঘরে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ। সোমবার এই বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঞ্জিলার বাপের বাড়ির সদস্যরা। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি খুনের মামলা রজু করে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে পলাতকদের খোঁজেও তল্লাশি শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।