জয়পুর, ১৪ নভেম্বর (হি.স.): রাজস্থানের জয়পুরে উদয়পুর-আহমেদাবাদ শাখার রেললাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা করল দুষ্কৃতীরা। বিস্ফোরণে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ পর্যন্ত রেললাইন মেরামতের কাজ করেন রেল কর্মী ও ইঞ্জিনিয়াররা। রেললাইন মেরামতের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেল ইঞ্জিনের ট্রায়াল রান করানো হয়।
উত্তর পশ্চিম রেলের সিপিআরও শশী কিরণ জানিয়েছেন, আজমের ডিভিশনে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর, রবিবার রাত ১১.৩০ মিনিট নাগাদ উত্তর পশ্চিম রেলকে সাইট কিলিয়ারেন্স সংকেত দেয় এটিএস টিম। রেললাইন মেরামতের পর ভোররাত ৩.৩০ মিনিট রেললাইনকে ”ফিট” ঘোষণা করেন উত্তর পশ্চিম রেলের ইঞ্জিনিয়াররা। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।