কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : শিশু দিবস উপলক্ষে ‘মেয়র আঙ্কেল’ ফিরহাদ হাকিমকে নিজেদের আবদার জানাল শিশুরা। শনিবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় টক টু মেয়র আঙ্কেল। সমাজের অবহেলিত শিশুদের পাশাপাশি শারীরিক ভাবে অক্ষম শিশুদের সঙ্গে বার্তালাভ করলেন তিনি।
কলকাতা পৌর সংস্থার অধিবেশনের মত এদিন প্রতীকী অধিবেশনের চিত্র তৈরি করা হয় টক টু মেয়র আঙ্কেল অনুষ্ঠানে। যেভাবে কাউন্সিলররা মেয়রকে নিজেদের সমস্যা বা দাবি তুলে ধরেন, সেই একই ভাবে এদিন শিশুরা মেয়রের কাছে প্রশ্নের বান ছুঁড়ে দেয়।
কারোর প্রশ্ন ছিল যে কলকাতা পৌর সংস্থার অধীনে হিন্দি এবং উর্দু স্কুলের সংখ্যা কম রয়েছে। এটা আরও বাড়ানোর দাবি করে একজন ছাত্রী। উত্তরে মেয়র বলেন, ৪০ টি হিন্দি , ৪৮ উর্দু এবং ইংরেজি ৭০ ও বাংলা ৮৩ পাশাপাশি ১ টায় ওড়িয়া মাধ্যমে স্কুল রয়েছে। এই সমস্ত স্কুলকে মডেল স্কুল করা হবে বলে জানান মেয়র।
দ্বিতীয় প্রশ্ন ছিল যে তাদের অনেক স্কুলে ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক ভাবে টয়লেট করা হোক।। তার উত্তরে মেয়র বলেন, বিষয়টি শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র কাছে তুলে ধরবেন। মেয়রকে শারীরিক ভাবে অক্ষম এক ছাত্রী বলে, সে দৃষ্টিহীন। রাস্তা পারাপার জন্য ট্রাফিক সিগন্যাল খুব কম সময়ের জন্য থাকে। উত্তরে মেয়র জানান যে বিষয়টি তিনি কলকাতা পুলিশের নগরপালকে জানাবেন।
একই ভাবে স্কুলের সামনে জল জমা নিয়ে সরব হন একজন ছাত্র। উত্তরে নেতাজির এক ঘটনার উল্লেখ্য করে মেয়র বলেন, যে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে যাতে কোথায় কোনো জায়গায় জল না জমে, নেতাজির সেই স্বপ্নকে তার মেয়াদ শেষ হওয়ার আগে সম্পূর্ন করে ফেলবেন তিনি।
এদিন পড়ুয়াদের আরও কয়েকটি আবদার ছিল। যেমন বিধান সভায় অধিবেশন দেখার সুযোগ করে দেওয়া। বছরে দুবার যাতে মেয়রের সঙ্গে দেখা করার সুযোগ হয়, তা দেখার। তাদের এই সমস্ত আবদারকে মাথায় রেখে আশ্বাসের বাণী শোনান মেয়র আংকেল ফিরহাদ হাকিম। এদিন শিশুদের এই অনুষ্ঠানে হাজির ছিলেন পুর কমিশনার বিনোদ কুমার এবং পুরসচিব হরিহর প্রাসাদ মণ্ডল, মেয়র পরিষদ সদস্য সহ পুর আধিকারিকরা।

