ক্রিকেটার্স হোস্টেলের দারোদ্ঘাটনে জেআরসি ও প্রাক্তন ক্রিকেটারদের প্রদর্শনী প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

এক্স ক্রিকেটার- ১৪২/১(১৬ ওভার)
জে.আর.সি- ১১৫/৮(১৬ ওভার)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচে প্রাক্তন ক্রিকেটাররাই জয়ী হয়েছে। দিনভর কলম, ক্যামেরা সামলে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যরাও দুর্দান্ত খেলেছেন। প্রাক্তন রঞ্জি অধিনায়ক ও খেলোয়ারদের নিয়ে গড়া টিসিএ এক্স-ক্রিকেটার্স টিম এখনও দক্ষতা এবং অভিজ্ঞতার পরিচয় দিয়ে থাকেন। আজ মাঠে তারই প্রমাণ মিলেছে। কোন্ বলটা কিভাবে খেলতে হবে, আর কোন্ বলটা উইকেটের কোন স্পটে ফেলতে হবে – দক্ষতার নিরিখে তাঁরা এখনোও নিখুঁত। বিশেষত, পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে আজ অপরাহ্ণে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচে প্রাক্তন ক্রিকেটারদের দল ২৭ রানের ব্যবধানে জয় পেয়েছে। তবে সাংবাদিক বিনোদন ক্লাবের খেলোয়াড়রা আরেকটু ক্রিকেটীয় দক্ষতার পরিচয় দিলে হয়তো ফলাফল বিপরীত হতো। বেলা সোয়া একটাই ম্যাচ শুরুতে টস দিতে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের অধিনায়ক অভিষেক দে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রাক্তন ক্রিকেটারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তারা সীমিত ১৬ ওভারে এক উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার রাজীব সাহা সর্বাধিক ৫০ রান পায়। রাজিব ৩৩ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশত রান করতেই অভিষেক দে-র বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন। এছাড়া, শুভ্রজিৎ রায় চল্লিশ রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে যে আরসি আট উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতেই সীমিত ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে ওপেনের মনোজিৎ দাসের ২৭ রান এবং মেঘধন দেবের ২৩ রান উল্লেখযোগ্য। এছাড়া সুকান্ত সাহা, বিশ্বজিৎ দেবনাথ, অভিষেক দে, দিব্যেন্দু দে, প্রসেনজিৎ সাহা, অনির্বাণ দেব, সুব্রত দেবনাথ, বাপন সাহা ও জাকির হোসেনের ব্যাটিং- বোলিং উল্লেখ করার মতো। প্রাক্তন ক্রিকেটার্স টিমের সুজিত রায় তিনটি এবং তিমির চন্দ ও অভিজিৎ দাস দুটি করে উইকেট পেয়েছেন। খেলা শেষে এক বর্ণময় অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সুদৃশ্য চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফির পাশাপাশি রাজীব সাহার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত টিসিএ-র সহ-সভাপতি তিমির চন্দ, যুগ্ম-সচিব জয়ন্ত দে, এপেক্স কাউন্সিল মেম্বার শুভম রায় এবং জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ, সচিব অভিষেক দে প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে ম্যাচ শুরুর আগে বেলা সাড়ে ১১ টায় বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ ট্রেনিং একাডেমিতে নতুন আঙ্গিকে ক্রিকেটার্স হোস্টেলের দারোদ্ঘাটন হয়। অনুষ্ঠানে জাতীয় সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী রাজ্যের মহিলা ক্রিকেটারদের হাতে টিসিএ-র নবনির্বাচিত কমিটির ঘোষিত পুরস্কারের অর্থ রাশির রেপ্লিকা চেকও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি প্রতিমা ভৌমিক, বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে রাজ্যের শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক কৃষ্ণধন দাস, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত প্রমূখ উপস্থিত ছিলেন। পৌরোহিত্য করেন টিসিএ-র সভাপতি তপন লোধ। এছাড়া, অন্যান্যদের মধ্যে টিসিএ-র সহ-সভাপতি তিমির চন্দ, সচিব তাপস ঘোষ, যুগ্ম সচিব জয়ন্ত দে, কোষাধ্যক্ষ জয়লাল দাস প্রমুখও উপস্থিত ছিলেন। বক্তৃতায় প্রত্যেকে টিসিএ-র বর্তমান পরিচালন কমিটির ক্রিয়া-কলাপে ভূয়ষী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *