ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর।।উদ্বোধনী ম্যাচে খেলবে লালবাহাদুর ব্যায়ামাগর এবং জুয়েলস অ্যাসোসিয়েশন। রাখাল শিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতায়। ২১ নভেম্বর থেকে শুরু হবে ৬ দলীয় আসর। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ওইদিন দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এবারের আসরে অংশ নিয়েছে ৬ দল: লালবাহাদুর, জুয়েলস, এগিয়ে চলো সঙ্ঘ, ফরোয়ার্ড ক্লাব, রামকৃষ্ণ এবং বীরেন্দ্র ক্লাব। শেষ সময়ে টাউন ক্লাব এবং ফ্রেন্ড, ইউনিয়ন ক্লাব আসরে অংশ নিতে অসম্মতি জানানোর ফলে গেলোবারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সঙ্ঘ এবং রানার্স ফরোয়ার্ড ক্লাব বাই পেয়ে সেমিফাইনালে চলে গিয়েছিলো। পরে লটারির মাধ্যমে ক্রীড়াসূচী ঘোষনা করা হয়। শিল্ডের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ২৪ এবং ২৫ নভেম্বর। ফাইনাল হবে ২৭ নভেম্বর। এদিকে লিগ কমিটির সচিব কৃষ্ণপদ সরকার জানান, প্রতিটি দল ২৬ জন করে ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে। কিন্তু মাঠে ঢুকতে পারবে ২০ জন ফুটবলার। এছাড়া প্রতিটি দলকে ১৯ নভেম্বরের মধ্যে ফুটবলারদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। ঘো্যিত সূচী অনুয়ায়ি ২১ নভেম্বর লালবাহাদুর- জুয়েলস, ২২ নভেম্বর রামকৃষ্ণ- বীরেন্দ্র, ২৪ নভেম্বর এগিয়ে চলো- বিজয়ী ১ , ২৫ নভেম্বর ফরোয়ার্ড-বিজয়ী ২ ম্যাচ। ২৭ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ। এদিকে ২ ডিসেম্বর থেকে শুরু হবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল। উদ্বোধনী ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগার খেলবে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে। লটারির মাধ্যমে এদিন প্রথম ডিভিশনের সূচী ঘোষিত হয়েছে। গ্রুপ লিগের শেষ ম্যাচ ২৯ ডিসেম্বর। ৮ জানুয়ারি সুপার লিগের শেষ ম্যাচ হবে।
2022-11-12