খোয়াই শহর থেকে নিখোঁজ সুকলছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷  খোয়াই শহর থেকে নিখোঁজ একাদশ শ্রেণীর এক সুকল ছাত্রী৷ শুক্রবার দুপুরে সুকলে যাওয়ার পর সারাদিনে মেয়েটি আর বাড়ী ফিরেনি৷ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও অভিভাবকেরা কোন সন্ধান পাননি মেয়েটির৷ সন্ধ্যায় খোয়াই থানায় পরিবারের লোকেরা নিখোঁজ ডাইরী করেছেন৷ সুকলে গিয়ে মেয়েটি আচমকা নিখোঁজ হওয়ায় পরিবারের লোকজন গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন৷ পুলিশ মেয়েটিকে উদ্ধারের জন্য চেষ্টা করছে বলে থানা সূত্রে জানা যায়৷ মোবাইল ফোন ট্র্যাকিং করে মেয়েটির বর্তমান অবস্থান সাব্রুমের কোথাও বলে পুলিশ সন্দেহ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *