মুম্বই, ১২ নভেম্বর (হি.স.) : দলের সাংসদ গজানন কীর্তিকারের পক্ষ পরিবর্তনের ফলে দলে কোন প্রভাব পড়বে না বলে মনে করেন শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে) মুখপাত্র তথা রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত। রাউত বলেন, গজানন কীর্তিকর আসন্ন নির্বাচনেও জিততে পারবেন না।
সঞ্জয় রাউত জানিয়েছেন, আন্ধেরি পূর্ব বিধানসভা আসনের উপনির্বাচনে দলের প্রার্থী ঋতুজা লাটকে ৬৬ হাজারের বেশি ভোট পেয়েছেন। এই নির্বাচনে দেখা গেছে নেতারা হয়তো দল ছেড়েছেন, কিন্তু কর্মীরা শিবসেনার সঙ্গে (উদ্ধব)। দল গজানন কীর্তিকরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দল ছাড়ার পর তার কথার কোনও গুরুত্ব নেই। দলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর ছেলে অমল কীর্তিকর।
প্রকৃতপক্ষে, শুক্রবার সন্ধ্যায় মুম্বইতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংসদ গজানন কীর্তিকর শিবসেনার শিন্দে গোষ্ঠী – বালাসাহেবের শিবসেনায় যোগ দেন। গজানন কীর্তিকর জানিয়েছেন, তাঁর ছেলে অমল কীর্তিকর শিবসেনাতেই থাকবেন (উদ্ধব)। গজানন কীর্তিকর বালাসাহেবের শিবসেনায় যোগদানের পর শিন্দে গোষ্ঠীর সাংসদের সংখ্যা বেড়ে ১৩ হয়েছে। এখন শিবসেনার (উদ্ধব) মাত্র ৫ জন সাংসদ।