ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর।। প্রস্তুতি ম্যাচ খেলতে উদয়পুর যাচ্ছে এগিয়ে চলো সঙ্ঘ। কে বি আই কোচিং সেন্টারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে অলক দেবরায়ের ছেলেরা। সোমবার। উদয়পুরের কে বি আই মাঠে হবে ম্যাচটি। এবারই প্রথম কোচিং সেন্টারের অনুমোদন পেলো এগিয়ে চলো সঙ্ঘ। মরশুমে টি সি এ আয়োজিত অনূর্ধ্ব-১৩ এবং ১৫ আসরে খেলবে দল। তাই মরশুম শুরুর আগে নিজেদের প্রস্তুতি খতিয়ে দেখতেই ওই ম্যাচের আয়োজন। ওই ম্যাচ দেখেই অলক দেবরায় চাইছেন নিজের দলকে গুছিয়ে নিতে। প্রসঙ্গত: উদয়পুর মহকুমায় গেলোবছর অনূর্ধ্ব-১৩ এবং ১৫ বিভাগে সেরার সম্মান পেয়েছিলো কে বি আই। ফলে প্রস্তুতি ম্যাচে লড়াই হবে জমজমাট তা বলা বাহুল্য।
2022-11-12