আহমেদাবাদ, ১২ নভেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। শনিবার আহমেদাবাদে এক সাংবাদিক সম্মেলন করে গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অশোক গেহলট। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রঘু শর্মা, জগদীশ ঠাকুর ও পবন খেরা প্রমুখ।
নির্বাচনী ইস্তেহারে ১০ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস দিয়েছে কংগ্রেস। পাশাপাশি গুজরাটের কৃষকদের অবস্থার উন্নতির জন্য, ফসলের দাম পেতে একটি ‘মূল্য নির্ধারণ কমিটি’ গঠন করা হবে বলে আশ্বাস দিয়েছে কংগ্রেস। কংগ্রেস দাবি করেছে, তাঁরা গুজরাটের কৃষকদের অবস্থা বদলে দেব। এছাড়াও নির্বাচনী ইস্তেহারে আরও একগুচ্ছ আশ্বাস দিয়েছে কংগ্রেস।

