আইনজীবী বেশে দিল্লির আদালতে হাজিরা জ্যাকলিনের, ফের শুনানি ২৪ ও ২৫ নভেম্বর

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): একেবারে আইনজীবীর বেশে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বৃহস্পতিবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন। অন্তর্বর্তী জামিন শেষ হওয়ায় এদিন আদালতে হাজিরা দেন জ্যাকলিন।

বৃহস্পতিবার জ্যাকলিনের জামিনের আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল আদালতে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং সংক্রান্ত মামলায় অভিযোগের পরবর্তী শুনানি ২৪ এবং ২৫ নভেম্বর ধার্য করা হয়েছে। এর আগে ২২ অক্টোবর দিল্লির পাটিয়ালা হাউস আদালত জানিয়েছিল, ১০ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষা পাবেন অভিনেত্রী জ্যাকলিন। আর এই সময়ের মধ্যে আদালতের নির্দেশে নতুন চার্জশিট এবং আনুষঙ্গিক নথি সব পক্ষের আইনজীবীদের কাছে পেশ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।