চুরি যাওয়া দুটি বাণিজ্যিক গাড়ি উদ্ধার, গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ আগরতলা পূর্ব থানার পুলিশ চুরি হয়ে যাওয়া ২টি গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে৷  রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় বাড়িঘর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে শরীর পাশাপাশি এতদিন বাইক চুরির ঘটনা ঘটে আসছিল৷ ইদানিংকালে গাড়ি সুরের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে গাড়ির মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক মারাত্মক বৃদ্ধি পেয়েছে৷ আগরতলা শহর শহর রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রাখার প্রবণতা দীর্ঘদিন ধরে চলেছে৷ অনেকের বাড়িতে গাড়ি পার্কিং করার মত জায়গা নেই৷ স্বাভাবিক কারণেই বাড়ির পাশে কিংবা অন্য কোথাও রাস্তার পাশে গাড়ির পার্কে করে রাখা হয়৷ এই সুযোগকে কাজে লাগিয়ে গাড়ি চোর চক্র রাজ্যের সক্রিয় হয়ে উঠেছে৷ গত কিছুদিনের মধ্যে বেশ কয়েকটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে৷ পূর্ব থানার পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে দুটি গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ গাড়ি চুরির ঘটনায় এক চোরকেও আটক করেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কারা জড়িত রয়েছে তাদের সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ৷ পুলিশ শীঘ্রই চক্রটিকে জালে তুলতে সক্ষম হবে বলেও আশা ব্যক্ত করেছে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, দুটি চুরির গাড়ি উদ্ধার করল পূর্ব থানার পুলিশ৷ একটি হচ্ছে মারুতি ইকো এবং আরেকটি হচ্ছে টাটা এইস৷ মারুতি ইকো গাড়িটি কলেজটিনা থাকে চুরি হয় রবিবার দিন৷ দ্বিতীয় গাড়িটি রবিবার ভোর রাতে রামঠাকুর সংঘ এলাকা থেকে চুরি হয়৷ পুলিশ দুটি গাড়ি সহ এক চোরকে আটক করে৷ পুলিশি তৎপরতায় দুটি গাড়ি এই খুব তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব হয়৷ প্রশ্ণ হচ্ছে এতদিন ছিল শুধু বাইক চুরির হিরিক কিন্তু এখন দেখা যাচ্ছে রাজধানীতে গাড়ি ও সুরক্ষিত নয়৷   অদ্ভুত ও পরিস্থিতিতে রাত্রিকালীন পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *