বেঙ্গালুরু, ৮ নভেম্বর (হি.স.): গুজরাটে বিধানসভা নির্বাচনের পরই মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে কর্ণাটকে। মঙ্গলবার এমনই ইঙ্গিত দিয়েছেন স্বয়ং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। মঙ্গলবার কর্ণাটকের গদগ জেলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেছেন, “মন্ত্রিসভার সম্প্রসারণ…আমি ইতিমধ্যেই কথা বলেছি…..আমাদের নেতৃত্ব গুজরাট নির্বাচন নিয়ে একটু ব্যস্ত, নির্বাচন শেষ হলেই তাঁরা আমাকে (আলোচনার জন্য) ডাকবে।”
উল্লেখ্য, গুজরাটে এবার দুই দফায় বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট হবে আগামী ১ ডিসেম্বর ও দ্বিতীয় দফার ভোট ৫ ডিসেম্বর। গুজরাটে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৮ ডিসেম্বর। সম্ভবত তারপরই মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে কর্ণাটকে।

