ডোডোমা, ৭ নভেম্বর (হি.স.): পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। তানিজানিয়ার এক যাত্রীবাহী বিমান ল্যান্ডিংয়ের ভুলে ভিক্টোরিয়া লেকের গভীর জলে পড়ে যায়। ৪৯ জন যাত্রী নিয়ে প্রিসিসিয়ান বিমানটি বুকোবা বিমানবন্দরে ল্যান্ডিংয়ের সময় পাশের ভিক্টোরিয়া হ্রদে পড়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারিয়েছেন।
তানজানিয়ার উত্তর পশ্চিমে কাগেরা প্রদেশে বুকোবা বিমানবন্দর একেবারে লেক ভিক্টোরিয়ার পাশেই। সারাদিন বেশ কয়েকটি বিমান বুকোবা বিমানবন্দরে নামা-ওঠা করে লেক ভিক্টোরিয়ার ঠিক ওপর দিয়েই। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ৪৯ জন যাত্রী ছিলেন। নৌকার মাধ্যমে লেকে পড়ে যাওয়া বিমানটি থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করা হয়।