দুবাই, ৭ নভেম্বর (হি. স.): অবশেষে আইসিসির মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বিরাট কোহলি । আইসিসির অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার বিরাট কোহলি। মাত্র ৪টি আন্তর্জাতিক টি-২০ ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমেই অক্টোবরের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন বিরাট। এক্ষেত্রে তিনি পিছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জিম্বাবোয়ের সিকন্দর রাজাকে।
মেয়েদের বিভাগে দুই ভারতীয় তারকাকে টেক্কা দিয়ে অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে তোলেন পাকিস্তানের অল-রাউন্ডার নিদা দার। লড়াইয়ে ছিলেন জেমিমা রডরিগেজ ও দীপ্তি শর্মা। যদিও শেষমেশ পাক তারকার কাছে পিছিয়ে পড়েন তাঁরা।
অক্টোবরে বিরাট কোহলি মোটে ৪টি আন্তর্জাতিক টি-২০ ইনিংসে ব্যাট করতে নামেন। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের ম্যাচে ২৮ বলে অপরাজিত ৪৯ রান করেন তিনি। পরে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৮২ এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে অপরাজিত ৬২ রানের অনবদ্য দু’টি ইনিংস খেলেন কোহলি।
কেবল বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অল্প রানে (১২) আউট হন বিরাট। সব মিলিয়ে অক্টোবরের ৪টি ইনিংসে ২০৫-এর অবিশ্বাস্য গড়ে ২০৫ রান সংগ্রহ করেন কোহলি। তাঁর স্ট্রাইক-রেট ১৫০.৭৩।
এদিকে, ডেভিড মিলার অক্টোবরে ওয়ান ডে ও টি-২০ ক্রিকেট মিলিয়ে ৭টি ইনিংসে ১৪৬.৩৭ স্ট্রাইক-রেটে ৩০৩ রান সংগ্রহ করেন। সিকন্দর রাজা অক্টোবরে ৭টি টি-২০ ইনিংসে সাকুল্যে ১৮৫ রান করার পাশাপাশি ৯টি উইকেটও দখল করেন।
পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বিরাট। তাঁর আগে ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও শ্রেয়স আইয়ার ছেলেদের বিভাগে আইসিসির মাসের সেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, আইসিসি এই পুরস্কার চালু করার পরে প্রথমবার খেতাব জেতেন পন্ত। মেয়েদের বিভাগে এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় হিসেবে হরমনপ্রীত কউর মাসের সেরা ক্রিকেটারের খেতাব হাতে তুলেছেন।