নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি. স.) : দেশজুড়ে সোমবার ক্যান্সার সচেতনতা দিবস পালিত হচ্ছে। বিগত ৮ বছর ধরে ভারতে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে। ভারতে প্রতি বছর প্রায় ১১ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে দুই তৃতীয়াংশের ক্ষেত্রে রোগ শেষ পর্যায়ে ধরা পড়ায় বাঁচার সম্ভাবনা অত্যন্ত কমে যায়। ক্যান্সার সচেতনতা দিবসে মানুষের মধ্যে সচেতনতায় জোর দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া।
সোমবার টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, “জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসে আসুন আমরা ক্যান্সার প্রতিরোধে ও জীবন-ঝুঁকির এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে জীবন বাঁচাতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করি।” স্বামী বিবেকানন্দের একটি বাণীও এদিন নিজের টুইটারে তুলে ধরেন মনসুখ মান্ডভিয়া।

