সোনারপুর, ৭ নভেম্বর (হি. স.) : রাজপুর সোনারপুর পুরসভা পরিচালিত ছোটদের ফুটবল কোচিং ক্যাম্পে এলেন ব্রাজিলের বিখ্যাত ফুটবলার কাফু। সোমবার বিকেলে সস্ত্রীক তিনি আসেন এই ফুটবল কোচিং ক্যাম্পে। সেখানে এসে ক্ষুদে ফুটবলারদের পরামর্শ দেন তিনি। তাদের সাথে ফুটবলও খেলেন। এছাড়া অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভালের শুভ সূচনা করেন এই ব্রাজিলীয় ফুটবলার। এই কার্নিভাল হবে ২১ থেকে ২৯ শে জানুয়ারি পর্যন্ত।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র ও রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফিরদৌসি বলেন, “ এটা আমাদের গর্ব। ওনার মতো একজন ফুটবলার এদিন আমাদের মধ্যে এসেছেন। এই ক্ষুদে ফুটবলারদের সাথে খেলেছেন, ওঁদের উৎসাহ দিয়েছেন। আমরা ভীষণ খুশি।”