রামপুরহাট, ৫ নভেম্বর (হি. স.) : গরুপাচার কাণ্ডে জেলবন্দি অনুব্রত ।এর মাঝেই লটারি কান্ড প্রকাশ্যে আসতেই সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কে । পাশাপাশি অনুব্রত কন্যা সুকন্যাকেও দিল্লি তে জেরা করছে ইডি । সেই পরিস্থিতিতেও ফের অনুব্রতর পাশে দাঁড়াল তৃণমূল। সরাসরি বাঘের সঙ্গে অনুব্রতর তুলনা টানলের রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।
শনিবার বীরভূমের মাড়গ্রামে বিজেপির পাল্টা সভায় বীরভূমের মাটিতে দাঁড়িয়েই অনুব্রত মণ্ডলের হয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন ফিরহাদ। সভায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত কে নানা প্রশংসা উপমায় ভরিয়ে দেন তিনি। ফিরহাদকে বলতে শোনা যায়, “বনের বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে। বাঘ ফিরে এলে শিয়ালরা লেজ গুটিয়ে পালায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারাজীবন আটকে রাখতে পারবে না। বাঘ বেরিয়ে এলে শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে।” এদিন ফিরহাদকে আরও বলতে শোনা যায়, “আজ যারা হুক্কা হুয়া করছে, তৃণমূলের সবাইকে চোর বলার অধিকার নেই বিজেপি-র। লটারি কেন পেল? আরে ভাই, তোমাকে খোঁজ নিতে হবে না। ভগবানকে বল ভাগ্য ফেরাতে। এগুলোকে বলে খিল্লিপনা।” ফিরহাদের এমন মন্তব্যে আরও একবার তৃণমূলের অবস্থান স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিগত কয়েক মাসে দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতার। অন্য কারও পাশে সে ভাবে না দাঁড়ালেও, বরাবর অনুব্রতর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তৃণমূল শিবির কে । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ অনুব্রতকে বীরের সম্মানে ফিরিয়ে আনার কথা বলেছিলেন। দলের সাংসদ শতাব্দী রায়ের গলাতেও একই সুর শোনা গিয়েছিল।
2022-11-05