নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): চলতি মাসের ৭-৮ তারিখ ব্রাজিল সফরে যাচ্ছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ। এটিই হবে ভি মুরলীধরণের প্রথম ব্রাজিল সফর এবং ভারত ও ব্রাজিলের মধ্যে উচ্চ-পর্যায়ের আদান-প্রদানের অংশ। শনিবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। দু’দিনের এই সফরে ব্রাজিলে বেশ কিছু কর্মসূচি রয়েছে ভি মুরলীধরণের।
বিদেশমন্ত্রক জানিয়েছে, ৭-৮ নভেম্বর ব্রাজিল সফরে যাচ্ছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ। ৮ নভেম্বর ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে একটি গৌরবময় অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। ব্রাজিলের সংসদেও বক্তব্য রাখবেন ভি মুরলীধরণ। সফরকালে ব্রাজিলের উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ব্রাজিলের বিদেশমন্ত্রীর সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে মুরলীধরণের।