ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। সম্পন্ন হলো বার্ষিক সাধারন সভা। রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের। শনিবার ক্রীড়া দপ্তরের মিলনায়তনে হয় সভা। ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরির সভাপতিত্বে। সভায় বিগত বছরের ক্রীড়াকর্ম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী মরশুমের পরীইকল্পনা নিয়েও। সভায় সিদ্ধান্ত হয়, এবছর ১৯ টি ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা হবে। এরমধ্যে থাকবে দিব্যাঙ্গদেরও ক্রীড়া প্রতিযোগিতা। এরজন্য বাজেট নির্ধীআরন করা হয় ১.৮৩ লক্ষ টাকা। জানান রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ। ১৯ টি ইভেন্টের মধ্যে বহেশ কয়েকটি ইভেন্ট ব্লক স্তর থেকে, আবার কিছু ইভেন্ট মহকুমা স্তর থেকে শুরু হবে। রাজ্য স্তরেও কিছু ইভেন্ট হবে। এছাড়া অ্যাথলেটিক্স, জুডো এবং সঁাতারে আসর প্রতি ৪ মাস পর পর ব্লক থেকে রাজ্য আসর পর্যন্ত হবে।
2022-11-05