নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): আরও খারাপ হয়েছে দিল্লির বাতাস। দূষণের জেরে বাতাসের গুনমান একেবারে তলানিতে এসে ঠেকেছে। দিল্লিতে বায়ুদূষণ নিয়ে আগামী ১০ নভেম্বর শুনানি হবে সুপ্রিম কোর্টে। দিল্লিতে বাতাসের গুণমানের অবনতি হচ্ছে রোজই, দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) বায়ু দূষণ রোধে জরুরি ব্যবস্থা চেয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন জমা পড়েছে সেই আর্জির শুনানি হবে আগামী ১০ নভেম্বর।
এদিকে, দিল্লি-এনসিআর অঞ্চলে ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। বায়ুদূষণ রুখতে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং দিল্লি সরকারের গৃহীত পদক্ষেপে জাতীয় মানবাধিকার কমিশন অসন্তুষ্ট বলে জানা গিয়েছে। পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং দিল্লির মুখ্য সচিবদের আগামী ১০ নভেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।