কলকাতায় ফের ইডির হানা, ব্যবসায়ীর সল্টলেকের বাড়ি ও অফিসে তল্লাশি

কলকাতা, ৪ নভেম্বর (হি. স.) : সাতসকালে কলকাতায় ইডির হানা। শুক্রবার সকালে ঝাড়খণ্ডের ব্যবসায়ীর সল্টলেকের বাড়িতে হাজির হন ইডির আধিকারিকরা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেআইনিভাবে সেনাবাহিনীর জমি দখলের অভিযোগ রয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। তবে তল্লাশির কারণ নিয়ে এখনও ইডির তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এদিন সঞ্জয় ঘোষ নামে এক ইঞ্জিনিয়ারের বাড়িতেও হানা দিয়েছে ইডি আধিকারিকরা।

সূত্র মারফত জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগে আরও ২ বার ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তাঁর বিরুদ্ধে ভিনরাজ্যে সেনাবাহিনীর জমি দখলের অভিযোগ রয়েছে বলে খবর। সেই অভিযোগের ভিত্তিতে এদিনের তল্লাশি কি না, তা স্পষ্ট নয়।

শুক্রবার সকালে ইডি আধিকারিকরা চারটি দলে ভাগ হয়ে সিজিও কমপ্লেক্স থেকে রওনা হন। সল্টলেকের যোধপুরপার্ক ও নোনাপুকুর এলাকায় ঝাড়খণ্ডের ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়ি ও তাঁর মোটর পার্টসের অফিসে হানা দেন তদন্তকারীরা। সেখানে তল্লাশি চালানোর পাশাপাশি আধিকারিকরা গিয়েছেন গড়িয়াহাটেও।

যদিও কী কারণে আচমকা এই হানা, তা নিয়ে ইডি আধিকারিকরা এখনও মুখ খোলেননি। অমিত আগরওয়ালের পাশাপাশি এদিন আরও কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলেই খবর। তবে শুধু কলকাতা নয়, এই জমি মামলায় এদিন ঝাড়খণ্ড ও বাংলা মিলিয়ে মোট ১২ জায়গায় তল্লাশি চালায় ইডি।