কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) : গরুপাচার কাণ্ডে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খানকে ফের তলব করল সিবিআই। বৃহস্পতিবার কেরিমকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। এর আগে ১৪ অক্টোবর কেরিম নিজামে হাজিরা দেন।
বীরভূমের নানুর থানার সাঁতরা গ্রামের তাঁর বাড়িতে গত ৩ অগাষ্ট সিবিআই তল্লাশি অভিযান চালায়। গরুপাচার কাণ্ডে কেরিমের কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি অনুব্রতর সঙ্গে গরুপাচার নিয়ে কী যোগ রয়েছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই ফের তলব কেরিমকে।সুত্রের খবর, ইতিমধ্যে কেরিম কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন।
অন্যদিকে, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীকে ইডি তলব করেছে। চালকল মালিক তৃণমূল নেতা রাজীব ভট্টাচার্য আজ দিল্লীর ইডির সদর দফতরে হাজিরা দেবেন। গতকালই তিনি দিল্লী পৌঁছান। অনুব্রতর স্ত্রীর চিকিৎসার জন্য ৬৬ লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়েছিল রাজীব। কেন দিয়েছিল, পাশাপাশি রাজীবের চালকলে গরুপাচারের কালো টাকা বিনিয়োগ হয়েছে কি না, সামগ্রিক জিজ্ঞাসাবাদ করবে ইডি। এর আগে রাজীবকে নিজাম প্যালেস ও শান্তিনিকেতন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল।