নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের পরিকল্পনার ফিতে কাটছেন বলে কংগ্রেসের অভিযোগ। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট বুধবার কংগ্রেস সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, দিল্লির কালকাজিতে দরিদ্রদের জন্য নির্মিত বাড়ির ভিত্তিপ্রস্তর ২০১৩ সালে স্থাপন করেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শীলা দীক্ষিত।
তিনি বলেন, ঝুগ্গিবাসীদের ক্লাস্টারে ইন-সিটু বস্তি প্রকল্পের আওতায় তিন ধাপে আট হাজার ৬৪টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা ছিল। যার প্রথম ধাপের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে। এ সময়ে তিন হাজার ২৪টি ফ্ল্যাট নির্মাণের কথা থাকলেও ছয় বছর বিলম্বে এর প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। তিনি আরও বলেন, প্রথম পর্যায়ের ব্যয় ২০৬ কোটি টাকা নির্ধারণ করা হলেও তাতে ব্যয় হয়েছে ৩৪৫ কোটি টাকা। ২০২০ সালের মধ্যে তৃতীয় পর্যায় শেষ করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছিল, কিন্তু মোদী সরকারের ভুল নীতির কারণে প্রথম ধাপটি সম্পূর্ণ করতে ছয় বছর বিলম্ব হয়েছে।
2022-11-02

