পঞ্চায়েত ভোটে অনলাইনে মনোনয়ন পত্র জমা দিতে বিজেপির আর্জি চিঠিতে

কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত নির্বাচনে শাসক দল ‘সন্ত্রাস’ করবে। হামেশাই এমন আশঙ্কা প্রকাশ করেন গেরুয়া শিবিরের নেতারা।

বিজেপি নেতাদের অভিযোগ, বিগত দিনে যে ভাবে শাসক দল গায়ের জোরে মনোনয়নপত্র পর্যন্ত জমা দিতে দেয়নি, হিংসার বাতাবরণ তৈরি করে পঞ্চায়েত লুঠ করেছে এবারও একই রকম ভাবে শাসক দল বিরোধীদের ঠেকাতে নানান কৌশল নিচ্ছে।

সেই জায়গা থেকে দাঁড়িয়েই রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা চালু করার আবেদন করা হোক। বুধবার রাজ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে বিজেপি নেতৃত্ব উল্লেখ করেছে, ইমেল, হোয়াটস অ্যাপ বা অন্য কোনও ই-মাধ্যমে মনোনয়নপত্র জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

এই পরিষেবা যদি না করা হয় সেক্ষেত্রে আবার অশান্তি হবে, শাসক দল গায়ের জোরে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেবে বলে মত পদ্ম শিবিরের। অন্য দিকে, পুলিশ শাসকদলের হয়েই কাজ করবে, তাই আসন্ন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রাজ্যে হতে চলেছে তা যেন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হয়, এমন বক্তব্যও তুলে ধরা হয়েছে চিঠিতে।

রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও এ ব্যাপারে কোনও রকম প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, সে ক্ষেত্রে আদালতে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *