জল সঙ্কট বহুমাত্রিক জটিল সমস্যা, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোকাবিলা করতে হবে : রাষ্ট্রপতি

গ্রেটার নয়ডা, ১ নভেম্বর (হি.স.): জল সঙ্কট একটি বহুমাত্রিক জটিল সমস্যা, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তা মোকাবিলা করতে হবে। উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টারে ইন্ডিয়া জল সপ্তাহ-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার একথা বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির কথায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জল সংরক্ষণের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। জলসম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনরুজ্জীবন মন্ত্রক আয়োজিত “ভারত জল সপ্তাহের” সপ্তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেছেন, আগে জল সঙ্কটের সম্মুখীন হয়েছিল ভারত, কিন্তু বিগত কয়েক বছরে দেশে জলের ঘাটতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার বিভিন্ন যোজনা ও পরিকল্পনা চালু করেছে।

রাষ্ট্রপতি এদিন আরও বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ভবিষ্যতে একটি বড় চ্যালেঞ্জ হবে। জলের সমস্যা বহুমুখী ও জটিল, যার জন্য সবার প্রচেষ্টা প্রয়োজন। রাষ্ট্রপতি বলেছেন, জলজীবন মিশন চালু হওয়ার সময় দেশে মাত্র ৩.২৩ কোটি গ্রামীণ পরিবারে নলের মাধ্যমে জল সরবরাহ হত, এখন ১০.৪৩ কোটি পরিবার নলের মাধ্যমে জল সরবরাহ পাচ্ছে। এই মিশনের ফলে গ্রামের মানুষ বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন, যার ফলে জলবাহিত রোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছেন, আমাদের সকলের উচিত জলের অপব্যবহার সম্পর্কে সচেতন হওয়া এবং অন্যকেও সচেতন করা। আমি সাধারণ মানুষ, কৃষক, শিল্পপতি এবং বিশেষ করে শিশুদের কাছে জল সংরক্ষণকে তাঁদের নৈতিকতার একটি অংশ করে তোলার জন্য আবেদন জানাব, কারণ শুধুমাত্র এমনটি করলেই আমরা আগামী প্রজন্মকে একটি ভাল এবং নিরাপদ ভবিষ্যৎ দিতে সক্ষম হব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ